এসির টেম্পারেচার অবশ্যই ২৪ থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে।
রাতে স্লিপ মোডে এসি চালান
ভোরের দিকে এসি বন্ধ করে দেওয়ার অভ্যাস তৈরি করুন
রাতে ৫ ঘণ্টা এসি চললে, পরবর্তী কিছু ক্ষণ এসি ছাড়া থাকাই যায়
এসির ফিল্টারটি নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার করতেই হবে
এসিতে টাইমার ব্যবহার করুন যাতে ঘর ঠাণ্ডা হয়ে গেলে আপনা থেকেই বন্ধ হয়ে যায় যন্ত্রটি
আপনার সিলিং ফ্যানটিকেও ব্যবহার করুন এসির সঙ্গে পাল্লা দিয়ে
দিনের বেলা ঘরে তাপ ঢোকার উৎসগুলিকে বন্ধ করুন
এসির আউটডোর পরিষ্কার রাখা কেন প্রয়োজন:
এসি মেশিনের ভেতরে ও বাইরে ধুলো ময়লা জমলে ঘর সহজে ঠান্ডা হয় না। তাই আসবাবপত্র মোছার মতো নিয়ম করে মেশিনের চারপাশ শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখতে হবে। এসির সুইচ ঠিক কাজ করছে কি না চেক করে নিতে হবে।বাইরের ধুলো ময়লা বাতাসের মাধ্যমে এসির মধ্যে ঢুকে এসি ভিতরের যন্ত্র গুলোকে দূর্বল করে দিবে।
কেন দক্ষ হাতে AC সার্ভিস করাবো ?
দেখতে দেখতে শীত ফুরিয়ে এলো। ক্যালেন্ডারের পাতাও বলছে, প্রকৃতিতে চলছে বসন্তের রেশ। ভোরে আর রাতের দিকের বাতাসটা ঠান্ডা হলেও ধীরে ধীরে সেটা হয়ে উঠছে উষ্ণ।এ সময় দক্ষ হাতে AC সার্ভিস করা খুব জরুরী।